আমার ভালবাসার রাজপ্রাসাদে – মান্না দে ( Amar Bhalobasar Rajprasade – Manna Dey)

manna-dey

আমার ভালোবাসার রাজপ্রাসাদে
নিশুতি রাত গুমরে কাঁদে
মনের ময়ুর মরেছে ঐ
ময়ুর মহলেই…
দেখি মুকুটটা তো পড়ে আছে
রাজাই শুধু নেই
আমার ভালোবাসার রাজপ্রাসাদে
দরবারে তার ছিলো আমার সোনার সিংহাসন বিস্তারিত পড়ুন

আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে – তরুণ বন্দ্যোপাধ্যায় (Alta Payer Alto Chonya Porechhe – Tarun Bandyopadhyay)

hqdefault

আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে।
আল দিয়ে কে গেছে কোথায় জানি না।
সবুজ ধানের শীষ যে কটি ঝরেছে।
শিস্ দিয়ে কোন ময়না কী গায় জানি না।
আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে।
সারসপাখির শঙ্খবরণ পাখাতে–
কে এলো আজ রোদের সোনা মাখাতে। বিস্তারিত পড়ুন

অলির কথা শুনে বকুল হাসে – হেমন্ত মুখোপাধ্যায় ( Alir Kotha Shune Bakul Hase – Hemanta Mukhopadhyay)

220px-hemantda

অলির কথা শুনে বকুল হাসে
কই তাহার মত তুমি আমার কথা শুনে
হাসো না তো।।
ধরার ধুলিতে যে ফাগুন আসে
কই তাহার মত তুমি আমার কাছে কভু
আসো না তো।।
আকাশ পারে ঐ অনেক দূরে
যেমন করে মেঘ যায় গো উড়ে। বিস্তারিত পড়ুন

আকাশ প্রদীপ জ্বলে দূরের আকাশ পানে চেয়ে – লতা মঙ্গেশকর (Aakash Pradip Jwale Durer Aakash Pane Cheye – Lata Mangeshkar)

1-lata

আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে,
আমার নয়ন দু’টি শুধুই তোমারে চাহে
ব্যথার বাদলে যায় ছেয়ে।।

আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে–
বয়ে চলে আঁধি আর রাত্রি
আমি চলি দিশাহীন যাত্রী
দূর অজানার পারে
আকুল আশার খেয়া বেয়ে।।

আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে, বিস্তারিত পড়ুন

চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি – মান্না দে (Chand Dekhte Giye Ami Tomay Dekhe Felechhi – Manna Dey)

manna-dey

(আকাশ পানে চেয়ে চেয়ে, সারা রাত জেগে জেগে, দেখেছি অনেক তারার ভীড় – অরূন্ধতী, স্বাতী, সপ্ত-ঋষির খেলা, সব দেখেছি, শুধু…)
চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি।
চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি।
কোন জোছনায় বেশি আলো এই দোটানায় পড়েছি।।
চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি।
বন্ধুরা সব বলে এমন ধারা হলে

আহা ওই আঁকাবাঁকা যে পথ – শ্যামল মিত্র (Aha Oi Aankabanka Je Path – Shyamal Mitra)

shyamal_mitra

আহা ঐ আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে।

আহা ঐ আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে।
মন হরিণী করুণ তার তাল তুলেছে
এমন দিনে তুমি মোর কাছে নাই, হায়
স্মৃতিরা যেন জোনাকির ঝিকিমিকি, ঝিকিমিকি।।

ঐ আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে।
আ.. আ… আ… ও… ও… ও…
জীবন বৃন্তের থেকে ঝরে
কত না স্বপ্ন না গেছে মরে। বিস্তারিত পড়ুন

আরো দূরে চলো যাই – আশা ভোঁসলে ( Aaro Dure Chalo Jai – Asha Bhosle)

asha-bhosle-15-newsnextbd

আরও দূরে চল যাই
ঘুরে আসি।

মন নিয়ে কাছাকাছি
তুমি আছো আমি আছি
পাশাপাশি– ঘুরে আসি।।

আরো দূরে– চলো যাই।

পায়ে পায়ে পথ চলা
সেই কথা হোক বলা।

পায়ে পায়ে পথ চলা
সেই কথা হোক বলা।
সেই ধ্বণি যেন শুনি বিস্তারিত পড়ুন

আমি দূর হতে তোমারেই দেখেছি – হেমন্ত মুখোপাধ্যায় ( Ami Dur Hote Tomarwi Dekhechhi – Hemanta Mukhopadhyay)

220px-hemantdaআমি দূর হতে তোমারেই দেখেছি,
আর মুগ্ধ এচোখে চেয়ে থেকেছি।
বাজে কিঙ্কিনী রিনিঝিনি–
তোমারে যে চিনি চিনি–
মনে মনে কত ছবি এঁকেছি।।
আমি দূর হতে তোমারেই দেখেছি,
আর মুগ্ধ এচোখে চেয়ে থেকেছি।
ছিলো ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল।
তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল। বিস্তারিত পড়ুন

আজ তবে এইটুকু থাক – লতা মঙ্গেশকর (Aaj Tobe Eituku Thak – Lata Mangeshkar)

1-lata

আজ–তবে এইটুকু থাক।
বাকি কথা পরে হবে।
ধূসর ধূলির পথ–
ভেঙে পড়ে আছে রথ–
বহুদূর– দূর যেতে হবে।
আজ তবে এইটুকু থাক?
বাকি কথা পরে হবে– বিস্তারিত পড়ুন

আজ নয় গুনগুন গুঞ্জণ প্রেমে – লতা মঙ্গেশকর (Aaj Noy Gungun Gunjon Preme – Lata Mangeshkar)

1-lata

আজ নয় গুন গুন গুঞ্জন প্রেমে
চাঁদ ফুল জোছনার গান আর নয়
ওগো প্রিয় মোর খোল বাহু ডোর
পৃথিবী তোমারে চায়।
আর নয় নিস্ফল ক্রন্দন
শুধু নিজের স্বার্থের বন্ধন বিস্তারিত পড়ুন