আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা – হেমন্ত মুখোপাধ্যায় (Amay Prashna Kare Neel Dhruvtara – Hemanta Mukhopadhyay)

220px-hemantda

আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রব দিশাহারা
রব দিশাহারা।
জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু
পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা,
এ জীবন সারা।
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রব দিশাহারা বিস্তারিত পড়ুন

অলির কথা শুনে বকুল হাসে – হেমন্ত মুখোপাধ্যায় ( Alir Kotha Shune Bakul Hase – Hemanta Mukhopadhyay)

220px-hemantda

অলির কথা শুনে বকুল হাসে
কই তাহার মত তুমি আমার কথা শুনে
হাসো না তো।।
ধরার ধুলিতে যে ফাগুন আসে
কই তাহার মত তুমি আমার কাছে কভু
আসো না তো।।
আকাশ পারে ঐ অনেক দূরে
যেমন করে মেঘ যায় গো উড়ে। বিস্তারিত পড়ুন

আমি দূর হতে তোমারেই দেখেছি – হেমন্ত মুখোপাধ্যায় ( Ami Dur Hote Tomarwi Dekhechhi – Hemanta Mukhopadhyay)

220px-hemantdaআমি দূর হতে তোমারেই দেখেছি,
আর মুগ্ধ এচোখে চেয়ে থেকেছি।
বাজে কিঙ্কিনী রিনিঝিনি–
তোমারে যে চিনি চিনি–
মনে মনে কত ছবি এঁকেছি।।
আমি দূর হতে তোমারেই দেখেছি,
আর মুগ্ধ এচোখে চেয়ে থেকেছি।
ছিলো ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল।
তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল। বিস্তারিত পড়ুন

আজ দুজনার দুটি পথ- হেমন্ত মুখোপাধ্যায় (Aj Dujonar Duti Path- Hemanta Mukhopadhyay)

আজ দুজনার দুটি পথ
ওগো দুটি দিকে গেছে বেঁকে
তোমার ও পথ আলোয় ভরানো জানি
আমার এ পথ আঁধারে আছে যে ঢেকে

বিস্তারিত পড়ুন

কাটে না সময় যখন আর কিছুতে- হেমন্ত মুখোপাধ্যায় ও শ্রাবন্তী মজুমদার (Kate na somoy jokhon ar kichute- Hemanta Mukhopadhyay & Shrabanti Majumder)

শ্রাবন্তী
কাটে না সময় যখন আর কিছুতে

বন্ধুর টেলিফোনে মন বসে না
জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা
মনে হয় বাবার মত কেউ বলে না
আয় খুকু আয়
আয় খুকু আয় খুকু আয়

হেমন্ত
আয় রে আমার কাছে আয় মামণি

নতুন নতুন সুর নে শিখে নে
কিছুই যখন ভাল লাগবে না তোর
পিয়ানোয় বসে তুই বাজাবি রে
আয় খুকু আয়
আয় খুকু আয় খুকু আয়

বিস্তারিত পড়ুন

আমার গানের স্বরলিপি লেখা রবে- হেমন্ত মুখোপাধ্যায় (amar gaaner sworolipi lekha robe- Hemanta Mukhopadhyay)

আমার গানের স্বরলিপি লেখা রবে

আমার গানের স্বরলিপি লেখা রবে

পান্থপাখির কূজন কাকলি ঘিরে
আগামী পৃথিবী কান পেতে তুমি শুনো
আমি যদি আর নাই আসি হেথা ফিরে-

তবু, আমার গানের স্বরলিপি লেখা রবে

বিস্তারিত পড়ুন

যায় দিন এমনি যদি যায় যাক না- হেমন্ত মুখোপাধ্যায় (Jay din emni jodi jay jak na- Hemanta Mukhopadhyay)

যায় দিন এমনি যদি যায় যাক না
হিসাবের খাতার পাতা
অঙ্কবিহীন থাক পরে থাক না

যায় দিন এমনি যদি যায় যাক না
হিসাবের খাতার পাতা
অঙ্কবিহীন থাক পরে থাক না

যায় দিন এমনি যদি যায়-

বিস্তারিত পড়ুন

আমি দূর হতে তোমারেই দেখেছি- হেমন্ত মুখোপাধ্যায় (Ami dur hote tomarei dekhechi- Hemanta Mukhopadhyay)

আমি দূর হতে তোমারেই দেখেছি
আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি

আমি দূর হতে তোমারেই দেখেছি
আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি

বাজে কিঙ্কিনী রিনিঝিনি
তোমাকে যে চিনি চিনি
মনে মনে কত ছবি এঁকেছি
বিস্তারিত পড়ুন

আরো ভাল হত- হেমন্ত মুখোপাধ্যায় (Aro bhalo hoto- Hemanta Mukhopadhyay)

আরো ভাল হত
যদি তুমি আর আমি
পাশাপাশি বসে
কাটিয়ে দিতাম মোরা কিছুটা সময়
কত ভাল হত
যদি তোমাতে আমাতে
চোখে চোখে চেয়ে
কাটিয়ে দিতাম মোরা কিছুটা সময়

  বিস্তারিত পড়ুন

শোনো, কোন একদিন – হেমন্ত মুখোপাধ্যায় (Shono kono ekdin – Hemanta Mukhopadhyay)

শোনো! কোন একদিন
আকাশ, বাতাস জুড়ে রিমঝিম বরষায়
দেখি, তোমার চুলের মত মেঘ সব ছড়ানো
চাঁদের মুখের পাশে জড়ানো

মন হারালো, হারালো, মন হারালো
মন হারালো, হারালো, মন হারালো
মন হারালো, হারালো, মন হারালো
মন হারালো, হারালো, মন হারালো
সেইদিন
বিস্তারিত পড়ুন