আমি আগন্তুক – মান্না দে (Aami Agontuk – Manna Dey)

manna-dey

আমি আগন্তুক
আমি বার্তা দিলাম
কঠিন অঙ্ক এক কষতে দিলাম
আমি আগন্তুক, আমি বার্তা দিলাম
To you to you and you and you and to everyone here
কঠিন অঙ্ক এক কষতে দিলাম
A plus b minus c whole square equal to
কি?
‘কলেজ স্কোয়ার’
এখনো কলম্বাস দিন গুলো ভেঙে ভেঙে চলছে
আমেরিকা আমেরিকায় মোমবাতি সে বরফে গলছে বিস্তারিত পড়ুন

আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা – হেমন্ত মুখোপাধ্যায় (Amay Prashna Kare Neel Dhruvtara – Hemanta Mukhopadhyay)

220px-hemantda

আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রব দিশাহারা
রব দিশাহারা।
জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু
পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা,
এ জীবন সারা।
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রব দিশাহারা বিস্তারিত পড়ুন

আমায় আকাশ বলল – মান্না দে (Amay Aakash Bollo – Manna Dey)

manna-dey

আমায় আকাশ বলল
আমায় আকাশ বলল তোমার দু’চোখ

মেঘ রঙ দিয়ে আঁকতে
শুনে সাগর বলল… সাগর বলল…

তা কি করে হয়, তার এত নীল থাকতে?
আমি কাকে খুশি করি বলো, কাকে খুশী করি বলো?

যখন ভাবছিলাম, তোমায় কি দেবো নতুন নাম বিস্তারিত পড়ুন

আমার একদিকে শুধু তুমি – মান্না দে ( Amar Ek Dike Shudhu Tumi – Manna Dey)

manna-dey

আমার একদিকে শুধু তুমি
পৃথিবীটা অন্যদিকে
এ দিকে একটি প্রদীপ
সূর্যটা ওদিকে
আমি তোমারি দিকটা নিলাম
এধারে দু’ফোটা চোখের জল
ওধারে অথৈ সাগর অতল বিস্তারিত পড়ুন

আমার ভালবাসার রাজপ্রাসাদে – মান্না দে ( Amar Bhalobasar Rajprasade – Manna Dey)

manna-dey

আমার ভালোবাসার রাজপ্রাসাদে
নিশুতি রাত গুমরে কাঁদে
মনের ময়ুর মরেছে ঐ
ময়ুর মহলেই…
দেখি মুকুটটা তো পড়ে আছে
রাজাই শুধু নেই
আমার ভালোবাসার রাজপ্রাসাদে
দরবারে তার ছিলো আমার সোনার সিংহাসন বিস্তারিত পড়ুন

চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি – মান্না দে (Chand Dekhte Giye Ami Tomay Dekhe Felechhi – Manna Dey)

manna-dey

(আকাশ পানে চেয়ে চেয়ে, সারা রাত জেগে জেগে, দেখেছি অনেক তারার ভীড় – অরূন্ধতী, স্বাতী, সপ্ত-ঋষির খেলা, সব দেখেছি, শুধু…)
চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি।
চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি।
কোন জোছনায় বেশি আলো এই দোটানায় পড়েছি।।
চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি।
বন্ধুরা সব বলে এমন ধারা হলে

আরো দূরে চলো যাই – আশা ভোঁসলে ( Aaro Dure Chalo Jai – Asha Bhosle)

asha-bhosle-15-newsnextbd

আরও দূরে চল যাই
ঘুরে আসি।

মন নিয়ে কাছাকাছি
তুমি আছো আমি আছি
পাশাপাশি– ঘুরে আসি।।

আরো দূরে– চলো যাই।

পায়ে পায়ে পথ চলা
সেই কথা হোক বলা।

পায়ে পায়ে পথ চলা
সেই কথা হোক বলা।
সেই ধ্বণি যেন শুনি বিস্তারিত পড়ুন

আজ আবার সেই পথেই – মান্না দে (Aaj Abar Sei Pathei – Manna Dey)

manna-dey

আজ আবার সেই পথেই–
দেখা হয়ে গেল;
কত সুর কত গান–
মনে পড়ে গেল।
বল ভাল আছ তো?
বল ভাল আছ তো?
কদিন আগে এমন হলে,
কটা দিন আরো–বেশি পেতাম। বিস্তারিত পড়ুন

জীবনে কি পাব না- মান্না দে (Jibone ki pabo na- Manna Dey)

জীবনে কি পাব না
ভুলেছি সে ভাবনা
সামনে যা দেখি, জানি না সেকি
আসল কি নকল সোনা
জীবনে কি পাব না
ভুলেছি সে ভাবনা
সামনে যা দেখি, জানি না সেকি
আসল কি নকল সোনা
বিস্তারিত পড়ুন

হয়তো তোমারই জন্য- মান্না দে (Hoyto tomari jonyo- Manna dey) with English translation


হয়তো তোমারই জন্য
হয়েছি প্রেমে যে বন্য
জানি তুমি অনন্য
আশার হাত বাড়ায়ে

যদি কখনো একান্তে
চেয়েছি তোমায় জানতে
শুরু থেকে শেষ প্রান্তে
ছুটে ছুটে গেছি তাই
বিস্তারিত পড়ুন