আমার কথা শিশির ধোয়া হাস্নুহানার কলি – লতা মঙ্গেশকর (Amar Kotha Sisir Dhoya Hasnuhanar Koli – Lata Mangeshkar)

1-lata

আমার কথা শিশির ধোয়া হাস্নুহানার কলি।
নীরব রাতে মৃদুল হাওয়ায় হয়তো কিছু বলি।
আমার কথা শিশির ধোয়া হাস্নুহানার কলি।
তার সুরভির স্বপ্ন তোমার চেনা–
চিরকালের ভালবাসায় কেনা।
আকাশ জ্বলে ঝরল কোথায়
তারার রূপাঞ্জলি। বিস্তারিত পড়ুন

লাজে রাঙা হল কনে বৌ গো – আরতি মুখোপাধ্যায় (Laje ranga holo kone bou go – Arati Mukhopadhyay)

লাজে রাঙা হল কনে বৌ গো

মালাবদল হবে এরাতে।

ও তোরা উলু দে রাঙা বর এলো যে

মাথায় টোপর দিয়ে চতুর্দোলাতে

মালাবদল হবে এরাতে

আজি মালাবদল হবে এরাতে।

বিস্তারিত পড়ুন

জীবনে কি পাব না- মান্না দে (Jibone ki pabo na- Manna Dey)

জীবনে কি পাব না
ভুলেছি সে ভাবনা
সামনে যা দেখি, জানি না সেকি
আসল কি নকল সোনা
জীবনে কি পাব না
ভুলেছি সে ভাবনা
সামনে যা দেখি, জানি না সেকি
আসল কি নকল সোনা
বিস্তারিত পড়ুন

হয়তো তোমারই জন্য- মান্না দে (Hoyto tomari jonyo- Manna dey) with English translation


হয়তো তোমারই জন্য
হয়েছি প্রেমে যে বন্য
জানি তুমি অনন্য
আশার হাত বাড়ায়ে

যদি কখনো একান্তে
চেয়েছি তোমায় জানতে
শুরু থেকে শেষ প্রান্তে
ছুটে ছুটে গেছি তাই
বিস্তারিত পড়ুন