আমার কথা শিশির ধোয়া হাস্নুহানার কলি – লতা মঙ্গেশকর (Amar Kotha Sisir Dhoya Hasnuhanar Koli – Lata Mangeshkar)

1-lata

আমার কথা শিশির ধোয়া হাস্নুহানার কলি।
নীরব রাতে মৃদুল হাওয়ায় হয়তো কিছু বলি।
আমার কথা শিশির ধোয়া হাস্নুহানার কলি।
তার সুরভির স্বপ্ন তোমার চেনা–
চিরকালের ভালবাসায় কেনা।
আকাশ জ্বলে ঝরল কোথায়
তারার রূপাঞ্জলি। বিস্তারিত পড়ুন

আমার গোপন ব্যথার মাঝে – লতা মঙ্গেশকর (Amar Gopon Byathar Majhe – Lata Mangeshkar)

1-lata

আমার গোপন ব্যথার মাঝে তোমায় খুঁজে পাই
আলোর বাঁশি বাজলে আমি তোমারে হারাই।
তোমারে হারাই।।
তুমি কেবল দুখের রাতে
থাকো আমার মনের সাথে
তাই তো আমি এমন করে
তোমায় কাছে চাই।
তোমায় কাছে চাই।। বিস্তারিত পড়ুন

আকাশ প্রদীপ জ্বলে দূরের আকাশ পানে চেয়ে – লতা মঙ্গেশকর (Aakash Pradip Jwale Durer Aakash Pane Cheye – Lata Mangeshkar)

1-lata

আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে,
আমার নয়ন দু’টি শুধুই তোমারে চাহে
ব্যথার বাদলে যায় ছেয়ে।।

আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে–
বয়ে চলে আঁধি আর রাত্রি
আমি চলি দিশাহীন যাত্রী
দূর অজানার পারে
আকুল আশার খেয়া বেয়ে।।

আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে, বিস্তারিত পড়ুন

আজ তবে এইটুকু থাক – লতা মঙ্গেশকর (Aaj Tobe Eituku Thak – Lata Mangeshkar)

1-lata

আজ–তবে এইটুকু থাক।
বাকি কথা পরে হবে।
ধূসর ধূলির পথ–
ভেঙে পড়ে আছে রথ–
বহুদূর– দূর যেতে হবে।
আজ তবে এইটুকু থাক?
বাকি কথা পরে হবে– বিস্তারিত পড়ুন

আজ নয় গুনগুন গুঞ্জণ প্রেমে – লতা মঙ্গেশকর (Aaj Noy Gungun Gunjon Preme – Lata Mangeshkar)

1-lata

আজ নয় গুন গুন গুঞ্জন প্রেমে
চাঁদ ফুল জোছনার গান আর নয়
ওগো প্রিয় মোর খোল বাহু ডোর
পৃথিবী তোমারে চায়।
আর নয় নিস্ফল ক্রন্দন
শুধু নিজের স্বার্থের বন্ধন বিস্তারিত পড়ুন

পা মা গা রে সা – লতা মঙ্গেশকর ( Pa Ma Ga Re Sa – Lata Mangeshkar )

পা মা গা রে সা

পা মা গা রে সা
তার চোখের জটিল ভাষা
ধা, ধা পা মা গা রে
পড়ে পড়ে বোঝার আশা
সা মা পা ধা নি সা
সা জানি শুধুই দুরাশা।

বিস্তারিত পড়ুন

কিছু তো চাহিনি আমি- লতা মঙ্গেশকর (Kichu to chahini ami- Lata Mangeshkar)

কিছু তো চাহিনি আমি
শুধু চেয়ে চেয়ে থাকি
যদি কিছু বল
আমি ছলছল চোখে
স্বপন সাজায়ে
এ জীবন বয়ে যাব
বাকি দিনযামি

বিস্তারিত পড়ুন

যারে- যারে উড়ে যারে পাখি- লতা মঙ্গেশকর (Jare- Jare ure jare pakhi- Lata Mangeshkar)

যারে-

যারে উড়ে যারে পাখি
ফুরালো প্রাণের মেলা
শেষ হয়ে এলো বেলা
আর কেন মিছে তোরে বেঁধে রাখি।।

যারে-

আকাশে আকাশে ফিরে
যা ফিরে আপন নীড়ে
শ্যামল মাটির বনছায়।

বিস্তারিত পড়ুন

কেন কিছু কথা বলো না?- লতা মঙ্গেশকর (Keno kichu kotha bolona?- Lata Mangeshkar)

কেন কিছু কথা বলো না?
শুধু চোখে চোখে চেয়ে
যা কিছু চাওয়ার আমার,
নিলে সবই চেয়ে!
একি ছলনা!
কেন কিছু কথা বলো না?

শুধু চোখে চোখে চেয়ে
যা কিছু চাওয়ার আমার,
নিলে সবই চেয়ে!
একি ছলনা!
কেন কিছু কথা বলো না?
বিস্তারিত পড়ুন

ও ঝর ঝর ঝরণা- লতা মঙ্গেশকর (O jhar jhar jharna- Lata Mangeshkar)

ও ঝর ঝর ঝরণা,

ও রূপালী বর্ণা;

ও ঝর ঝর ঝরণা,
ও রূপালী বর্ণা;
ওরে হারায়েছে প্রাণ-মন আমার-
একটুকু সর না, তুই একটুকু সর না!
ও ঝর ঝর ঝরণা
বিস্তারিত পড়ুন