আকাশ প্রদীপ জ্বলে দূরের আকাশ পানে চেয়ে – লতা মঙ্গেশকর (Aakash Pradip Jwale Durer Aakash Pane Cheye – Lata Mangeshkar)

1-lata

আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে,
আমার নয়ন দু’টি শুধুই তোমারে চাহে
ব্যথার বাদলে যায় ছেয়ে।।

আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে–
বয়ে চলে আঁধি আর রাত্রি
আমি চলি দিশাহীন যাত্রী
দূর অজানার পারে
আকুল আশার খেয়া বেয়ে।।

আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে,
কত কাল আর কত কাল
এই পথচলা ওগো চলবে
কত রাত এই হিয়া
আকাশ প্রদীপ হয়ে জ্বলবে
কোন রাতে মনে কি গো পড়বে
ব্যথা হয়ে আঁখিজল ঝরবে।
বাতাস আকুল হবে
তোমার নিঃশ্বাসটুকু পেয়ে।।

আমার নয়ন দু’টি শুধুই তোমারে চাহে
ব্যথার বাদলে যায় ছেয়ে।।

আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে,

এখানে আপনার মন্তব্য রেখে যান