আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা – হেমন্ত মুখোপাধ্যায় (Amay Prashna Kare Neel Dhruvtara – Hemanta Mukhopadhyay)

220px-hemantda

আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রব দিশাহারা
রব দিশাহারা।
জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু
পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা,
এ জীবন সারা।
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রব দিশাহারা বিস্তারিত পড়ুন

আমায় আকাশ বলল – মান্না দে (Amay Aakash Bollo – Manna Dey)

manna-dey

আমায় আকাশ বলল
আমায় আকাশ বলল তোমার দু’চোখ

মেঘ রঙ দিয়ে আঁকতে
শুনে সাগর বলল… সাগর বলল…

তা কি করে হয়, তার এত নীল থাকতে?
আমি কাকে খুশি করি বলো, কাকে খুশী করি বলো?

যখন ভাবছিলাম, তোমায় কি দেবো নতুন নাম বিস্তারিত পড়ুন

আমার গোপন ব্যথার মাঝে – লতা মঙ্গেশকর (Amar Gopon Byathar Majhe – Lata Mangeshkar)

1-lata

আমার গোপন ব্যথার মাঝে তোমায় খুঁজে পাই
আলোর বাঁশি বাজলে আমি তোমারে হারাই।
তোমারে হারাই।।
তুমি কেবল দুখের রাতে
থাকো আমার মনের সাথে
তাই তো আমি এমন করে
তোমায় কাছে চাই।
তোমায় কাছে চাই।। বিস্তারিত পড়ুন

আমার একদিকে শুধু তুমি – মান্না দে ( Amar Ek Dike Shudhu Tumi – Manna Dey)

manna-dey

আমার একদিকে শুধু তুমি
পৃথিবীটা অন্যদিকে
এ দিকে একটি প্রদীপ
সূর্যটা ওদিকে
আমি তোমারি দিকটা নিলাম
এধারে দু’ফোটা চোখের জল
ওধারে অথৈ সাগর অতল বিস্তারিত পড়ুন

আমার ভালবাসার রাজপ্রাসাদে – মান্না দে ( Amar Bhalobasar Rajprasade – Manna Dey)

manna-dey

আমার ভালোবাসার রাজপ্রাসাদে
নিশুতি রাত গুমরে কাঁদে
মনের ময়ুর মরেছে ঐ
ময়ুর মহলেই…
দেখি মুকুটটা তো পড়ে আছে
রাজাই শুধু নেই
আমার ভালোবাসার রাজপ্রাসাদে
দরবারে তার ছিলো আমার সোনার সিংহাসন বিস্তারিত পড়ুন

আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে – তরুণ বন্দ্যোপাধ্যায় (Alta Payer Alto Chonya Porechhe – Tarun Bandyopadhyay)

hqdefault

আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে।
আল দিয়ে কে গেছে কোথায় জানি না।
সবুজ ধানের শীষ যে কটি ঝরেছে।
শিস্ দিয়ে কোন ময়না কী গায় জানি না।
আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে।
সারসপাখির শঙ্খবরণ পাখাতে–
কে এলো আজ রোদের সোনা মাখাতে। বিস্তারিত পড়ুন

অলির কথা শুনে বকুল হাসে – হেমন্ত মুখোপাধ্যায় ( Alir Kotha Shune Bakul Hase – Hemanta Mukhopadhyay)

220px-hemantda

অলির কথা শুনে বকুল হাসে
কই তাহার মত তুমি আমার কথা শুনে
হাসো না তো।।
ধরার ধুলিতে যে ফাগুন আসে
কই তাহার মত তুমি আমার কাছে কভু
আসো না তো।।
আকাশ পারে ঐ অনেক দূরে
যেমন করে মেঘ যায় গো উড়ে। বিস্তারিত পড়ুন

আকাশ প্রদীপ জ্বলে দূরের আকাশ পানে চেয়ে – লতা মঙ্গেশকর (Aakash Pradip Jwale Durer Aakash Pane Cheye – Lata Mangeshkar)

1-lata

আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে,
আমার নয়ন দু’টি শুধুই তোমারে চাহে
ব্যথার বাদলে যায় ছেয়ে।।

আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে–
বয়ে চলে আঁধি আর রাত্রি
আমি চলি দিশাহীন যাত্রী
দূর অজানার পারে
আকুল আশার খেয়া বেয়ে।।

আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে, বিস্তারিত পড়ুন

চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি – মান্না দে (Chand Dekhte Giye Ami Tomay Dekhe Felechhi – Manna Dey)

manna-dey

(আকাশ পানে চেয়ে চেয়ে, সারা রাত জেগে জেগে, দেখেছি অনেক তারার ভীড় – অরূন্ধতী, স্বাতী, সপ্ত-ঋষির খেলা, সব দেখেছি, শুধু…)
চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি।
চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি।
কোন জোছনায় বেশি আলো এই দোটানায় পড়েছি।।
চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি।
বন্ধুরা সব বলে এমন ধারা হলে

আহা ওই আঁকাবাঁকা যে পথ – শ্যামল মিত্র (Aha Oi Aankabanka Je Path – Shyamal Mitra)

shyamal_mitra

আহা ঐ আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে।

আহা ঐ আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে।
মন হরিণী করুণ তার তাল তুলেছে
এমন দিনে তুমি মোর কাছে নাই, হায়
স্মৃতিরা যেন জোনাকির ঝিকিমিকি, ঝিকিমিকি।।

ঐ আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে।
আ.. আ… আ… ও… ও… ও…
জীবন বৃন্তের থেকে ঝরে
কত না স্বপ্ন না গেছে মরে। বিস্তারিত পড়ুন