আমায় আকাশ বলল – মান্না দে (Amay Aakash Bollo – Manna Dey)

manna-dey

আমায় আকাশ বলল
আমায় আকাশ বলল তোমার দু’চোখ

মেঘ রঙ দিয়ে আঁকতে
শুনে সাগর বলল… সাগর বলল…

তা কি করে হয়, তার এত নীল থাকতে?
আমি কাকে খুশি করি বলো, কাকে খুশী করি বলো?

যখন ভাবছিলাম, তোমায় কি দেবো নতুন নাম
যখন ভাবছিলাম, তোমায় কি দেবো নতুন নাম
তখন পাখিরা বললো… তাদের নামেতে তোমায় এখনি ডাকতে।
শুনে ফুলেরা বললো… ফুলেরা বললো…
তা কি করে হয়, তাদের এত নাম থাকতে?
আমি কাকে খুশী করি বলো, আমি কাকে খুশী করি বলো?

যখন ভেবে না পাই, তোমায় কোথায় রাখতে চাই…
যখন ভেবে না পাই, তোমায় কোথায় রাখতে চাই…
তখন মন যে বললো,
তোমায় এখনি মনের মধ্যে রাখতে
শুনে প্রেম যে বললো… প্রেম যে বললো…
তা কি করে হয়, তার এতো সাধ থাকত?
আমি কাকে খুশী করি বলো, আমি কাকে খুশী করি বলো?

আমায় আকাশ বলল
আমায় আকাশ বলল তোমার দু’চোখ মেঘ রঙ দিয়ে আঁকতে
শুনে সাগর বলল… সাগর বলল…
তা কি করে হয়, তার এত নীল থাকতে?
আমি কাকে খুশি করি বলো… কাকে খুশী করি বলো…।

এখানে আপনার মন্তব্য রেখে যান