আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে – শ্যামল মিত্র (Amar Swapne Dekha Rajkonya Thake – Shyamal Mitra)

shyamal_mitra

আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে
সাত সাগর আর তের নদীর পারে
আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে
সাত সাগর আর তের নদীর পারে
ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা
দেখে এলেম তারে
সাত সাগরের পারে।।
আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে
সে এক রূপ কথারই দেশ
ফাগুন সেথা হয়না কভু শেষ
রূপ কথারই দেশ
ফাগুন যেথা হয়না কভু শেষ
তারারই ফুল পাপড়ি ঝড়ায়
সেথায় পথের ধারে।।
দেখে এলেম তারে
আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে
সাত সাগর আর তের নদীর পারে
ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা
দেখে এলেম তারে
সাত সাগরের পারে।।
সে রূপ কথারই দেশে
এ রঙ আমি কুড়িয়ে পেলেম প্রাণে
যে রঙ আমি কুড়িয়ে পেলেম প্রাণে
সুর হয়ে তাই ঝরে আমার গানে।
তাই খুশির সীমা নাই
বাতাসে তার মধুর ছোঁয়া পাই
তাই খুশির সীমা নাই
বুঝি বাতাসে তার মধুর ছোঁয়া পাই
জানিনা আজ হৃদয় কোথায়
হারাই বারে বারে।।
সাত সাগরের পারে
আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে
সাত সাগর আর তের নদীর পারে
ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা
দেখে এলেম তারে
সাত সাগরের পারে।।

1 thoughts on “আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে – শ্যামল মিত্র (Amar Swapne Dekha Rajkonya Thake – Shyamal Mitra)

এখানে আপনার মন্তব্য রেখে যান