আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে – তরুণ বন্দ্যোপাধ্যায় (Alta Payer Alto Chonya Porechhe – Tarun Bandyopadhyay)

hqdefault

আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে।
আল দিয়ে কে গেছে কোথায় জানি না।
সবুজ ধানের শীষ যে কটি ঝরেছে।
শিস্ দিয়ে কোন ময়না কী গায় জানি না।
আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে।
সারসপাখির শঙ্খবরণ পাখাতে–
কে এলো আজ রোদের সোনা মাখাতে।
গাঙশালিখের দলকে পাগল করেছে।
গাঙশালিখের দলকে পাগল করেছে।
সে কার মরমের গোপন কথায়–
জানি না। জানি না।
আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে।
জানি না উথলে ওঠা ঝিলের দলে কে দিল ঢেউ।
শুধু জানি এই দেশেতে মনের মত এসেছে কেউ।
জানি না উথলে ওঠা ঝিলের দলে কে দিল ঢেউ।
শুধু জানি এই দেশেতে মনের মত এসেছে কেউ।
সময় ভুলে ফুটল কলি অকালে।
বটের ছায়া নামল বুঝি সকালে।
যার মিতালীর স্বপ্নে হৃদয় ভরেছে।
তার রূপটি কেমন আর নামটি কী হায়।
জানি না। জানি না।
আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে।
আল দিয়ে কে গেছে কোথায় জানি না।
সবুজ ধানের শীষ যে কটি ঝরেছে।
শিস্ দিয়ে কোন ময়না কী গায় জানি না।
আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে।
আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে।
আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে।

এখানে আপনার মন্তব্য রেখে যান