তারপর? তার আর পর নেই- হেমন্ত মুখোপাধ্যায় (Tarpor? Tar ar por nei- Hemanta Mukhopadhyay)

তারপর?

তার আর পর নেই
নেই কোন ঠিকানা
যা কিছু গিয়েছে থেমে
যাক থেমে যাক না

তার আর পর নেই
নেই কোন ঠিকানা

যা কিছু পেয়েছি কাছে
তাই সঞ্চয়
যা কিছু পেলাম না ক’
সে আমার নয়

বিস্তারিত পড়ুন

জীবনে কি পাব না- মান্না দে (Jibone ki pabo na- Manna Dey)

জীবনে কি পাব না
ভুলেছি সে ভাবনা
সামনে যা দেখি, জানি না সেকি
আসল কি নকল সোনা
জীবনে কি পাব না
ভুলেছি সে ভাবনা
সামনে যা দেখি, জানি না সেকি
আসল কি নকল সোনা
বিস্তারিত পড়ুন

হয়তো তোমারই জন্য- মান্না দে (Hoyto tomari jonyo- Manna dey) with English translation


হয়তো তোমারই জন্য
হয়েছি প্রেমে যে বন্য
জানি তুমি অনন্য
আশার হাত বাড়ায়ে

যদি কখনো একান্তে
চেয়েছি তোমায় জানতে
শুরু থেকে শেষ প্রান্তে
ছুটে ছুটে গেছি তাই
বিস্তারিত পড়ুন