টুং-টাং পিয়ানোয় সারাটি দুপুর – আরতি মুখোপাধ্যায় ( Tung Tang piyanoy sarati dupur – Arati Mukhopadhyay )

টুং-টাং পিয়ানোয় সারাটি দুপুর,
কচি কচি দুটি হাত তুলবে যে সুর।
মাথা নেড়ে বুড়োবুড়ি শুনবে যে গান।
হুপ-হুপ লাফাবে যে বেঁটে হনুমান।
টুং-টাং পিয়ানোয় সারাটি দুপুর,
কচি কচি দুটি হাত তুলবে যে সুর।
মাথা নেড়ে বুড়োবুড়ি শুনবে যে গান।
হুপ-হুপ লাফাবে যে বেঁটে হনুমান।
টুং-টাং পিয়ানোয় সারাটি দুপুর,
কচি কচি দুটি হাত তুলবে যে সুর।

বিস্তারিত পড়ুন

এক বৈশাখে দেখা হল দুজনার – আরতি মুখোপাধ্যায় ( Ek Boishakhe dekha holo dujonar – Arati Mukhopadhyay )

এক বৈশাখে দেখা হল দুজনার-

জষ্ঠিতে হল পরিচয়।

আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে-

কি হয় কি হয়!

কি জানি কি হয়!

বিস্তারিত পড়ুন

দূরে দূরে, কাছে কাছে – আরতি মুখোপাধ্যায় ( Dure Dure, Kache Kache – Arati Mukhopadhyay )

দূরে দূরে–

কাছে কাছে–

এখানে- ওখানে- কে ডাকো আমায়?

এসেছি তোমার মনেরই ছায়ায়।

বিস্তারিত পড়ুন

এই আকাশ নতুন, বাতাস নতুন – আরতি মুখোপাধ্যায় ( ei akash notun, batas notun – Arati Mukhopadhyay )

এই আকাশ নতুন, বাতাস নতুন

সবই তোমার জন্য

চোখের নতুন চাওয়া দিয়ে

করলে আমায় ধন্য

  বিস্তারিত পড়ুন

ওগো বন্ধু আমার আঁধার রাতেই যদি এলে – আরতি মুখোপাধ্যায় (Ogo bondhu amar andhar ratei jodi ele – Arati Mukhopadhyay)

ওগো বন্ধু আমার

আঁধার রাতেই যদি এলে

হাতখানি রাখো মোর হাতে

আমি নির্ভয় নির্ভয়

তোমার হাতের ছোঁয়া পেয়ে।

বিস্তারিত পড়ুন

আঁকা-বাঁকা পথে যদি- আরতি মুখোপাধ্যায় (Anka banka pathe jodi- Arati Mukhopadhyay)

আঁকা-বাঁকা পথে যদি-
মন হয়ে যায় নদী।
তীর ছুঁয়ে বসে থাকে না।
আমাকে ধরে রাখে না।

বিস্তারিত পড়ুন

তখন তোমার একুশ বছর বোধ হয় – আরতি মুখোপাধ্যায় (tokhon tomar ekush bochor bodh hoy – Arati Mukhopadhyay) with English translation

তখন তোমার একুশ বছর বোধ হয়
আমি তখন অষ্টাদশীর ছোঁওয়ায়
লজ্জা জড়ানো ছন্দে কেঁপেছি
ধরা পড়ি ছিল ভয়।

তখন তোমার একুশ বছর বোধ হয়
আমি তখন অষ্টাদশীর ছোঁওয়ায়-

বিস্তারিত পড়ুন