এক বৈশাখে দেখা হল দুজনার – আরতি মুখোপাধ্যায় ( Ek Boishakhe dekha holo dujonar – Arati Mukhopadhyay )

এক বৈশাখে দেখা হল দুজনার-

জষ্ঠিতে হল পরিচয়।

আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে-

কি হয় কি হয়!

কি জানি কি হয়!

এক বৈশাখে দেখা হল দুজনার-

তখনি তো হল দেখা-

যেই না নয়ন কিছু চেয়েছে।

জানাজানি হয়ে গেছে-

অধর যখনি কথা পেয়েছে।

জানি না তো কি যে হবে

এরপরে কিছু  পেলে এ হৃদয়-

আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে-

কি হয় কি হয়!

কি জানি কি হয়!

এক বৈশাখে দেখা হল দুজনার-

জষ্ঠিতে হল পরিচয়।

আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে-

কি হয় কি হয়!

কি জানি কি হয়!

প্রথমে চমক ছিল-

তারপরে ভাল লাগা এসেছে।

ডুবে গেছে সেই মন,

যে মন খুশির স্রোতে ভেসেছে।

জানি না তো কি যে হবে,

সবকিছু হয়ে গেলে তন্ময়-

আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে-

কি হয় কি হয়!

কি জানি কি হয়!

এক বৈশাখে দেখা হল দুজনার-

জষ্ঠিতে হল পরিচয়।

আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে-

কি হয় কি হয়!

কি জানি কি হয়!

1 thoughts on “এক বৈশাখে দেখা হল দুজনার – আরতি মুখোপাধ্যায় ( Ek Boishakhe dekha holo dujonar – Arati Mukhopadhyay )

এখানে আপনার মন্তব্য রেখে যান